
ফেনীতে রেল ও সড়কপথ অবরোধ করে বিক্ষোভ করেছে কোটা আন্দোলনকারীরা।
১৬ জুলাই, মঙ্গলবার বিকেল ৪টার দিকে শহরের গোডাউন কোয়ার্টার সংলগ্ন রেললাইনের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় তাঁরা কোটাবিরোধী নানা স্লোগান দেয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিকেল ৪টার দিকে শহরের গুদাম কোয়ার্টার সংলগ্ন রেললাইনের ওপর দাঁড়িয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। পরে পুলিশের অনুরোধে দেড় ঘণ্টা পর রেলপথ থেকে সরে দাঁড়ান তারা। বিক্ষোভ চলাকালে শহরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের আন্দোলনকারী শিক্ষার্থী রেদোয়ান হাবিব বলেন, কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে দেশের বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে আমাদের এই কর্মসূচি। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলনে অংশগ্রহণ করেন।
এ বিষয়ে ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ রুহুল আমীন জানান, শিক্ষার্থীদের আন্দোলনের সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এবং সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করে। পরে শিক্ষার্থীরা আন্দোলন শেষ করে ফিরে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বিবার্তা/সাব্বির/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]