
পুলিশের সঙ্গে কোটাবিরোধীদের সংঘর্ষে রাজধানীর মহাখালীতে একটি পুলিশ বক্সে আগুন দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, সংঘর্ষে তাদের দুই জন সদস্য আহত হয়েছেন।
১৬ জুলাই, মঙ্গলবার দুপুরে কোটাবিরোধীরা মহাখালীতে রেললাইন অবরোধ করায় এ পরিস্থিতি তৈরি হয়। তাদের অবরোধে সারাদেশের সঙ্গে রাজধানীর রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে বিকেল সোয়া ৪টার পর পুলিশ সদস্যরা রেললাইনের ওপর অবস্থান করা কোটাবিরোধীদের হটিয়ে দিতে চাইলে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। প্রায় দুই ঘণ্টা এই সংঘর্ষ চলে।
সূত্র জানায়, পুলিশ বক্সের পাশাপাশি একটি মোটরসাইকেলও পুড়িয়ে দেওয়া হয়েছে। কোটাবিরোধীরা রেললাইন থেকে পাথর নিয়ে তা পুলিশের দিকে ছুড়েতে থাকে। এতে পুলিশকে বেশ বেগ পেতে হয়। পরে কোটাবিরোধীদের সরিয়ে দিতে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করে।
এছাড়াও এলাকাটি থেমে থেমে ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। পুলিশের সঙ্গে মহাখালী বাসস্ট্যান্ড এলাকা পরিবহণ শ্রমিকরাও কোটাবিরোধীদের হটাতে যুক্ত হয়।
বিবার্তা/রোমেল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]