
ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার পৌর এলাকার খারপাড়ায় সোমবার (১৫ জুলাই) সন্ধ্যায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে।
তারা হলেন, খারপাড়ার সুমন মিয়ার স্ত্রী কুলসুম বেগম (৪০) ও তার ছেলে আরিফুল ইসলাম (১৯)। এ ঘটনায় কুলসুম বেগমের মেয়ে সানজিদা আক্তার আহত হয়েছে।
১৬ জুলাই, মঙ্গলবার কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, কিছুদিন আগে সুমন মিয়া তার বসতবাড়িতে টিনের একটি ঘর তৈরি করেন। সোমবার সন্ধ্যার দিকে তার ছেলে আরিফুল ইসলাম ওই ঘরে বিদ্যুতের লাইনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে ছেলেকে বাঁচাতে গিয়ে মা কুলসুম বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘরে থাকা তার বোন এসে দুই জনকে উদ্ধার করতে গেলে সেও বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে।
স্থানীয় লোকজন তিনজনকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক, মা ও ছেলেকে মৃত ঘোষণা করেন।
আহত সানজিদাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিবার্তা/নিয়ামুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]