টাঙ্গাইলে ৯ লাখ টাকাসহ চোর চক্রের সদস্য গ্রেফতার
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ২১:০৬
টাঙ্গাইলে ৯ লাখ টাকাসহ চোর চক্রের সদস্য গ্রেফতার
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলে চুরি হওয়া ৯ লাখ টাকাসহ আন্তঃজেলা চোরচক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।


১৫ জুলাই, সোমবার টাঙ্গাইল পুলিশ সুপার গোলাম সবুর এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান। গ্রেফতারকৃত শহিদ মাঝি (৩০)ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার উত্তর কাঠিপাড়া গ্রামের মৃত ফটিক মাঝির ছেলে ।


প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, গত ১১ জুলাই দুপুর ১২ টায় অবসরপ্রাপ্ত অধ্যাপক ডাক্তার রতন চন্দ্র সাহা শহরের সোনালী ব্যাংক থেকে সঞ্চয় পত্রের ১১ লাখ ৫২ হাজার ৮০১ টাকা উত্তোলন টাকাগুলো ব্যাগে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হন।


এসময় তিনি লতিতা ফার্মেসীর সামনে থেকে কিছু দুর যাওয়ার পর তার ব্যাগে থাকা টাকার মধ্যে থেকে দশ লাখ টাকা চুরি যায়। পরবর্তীতে এই বিষয়ে টাঙ্গাইল সদর থানায় ওইদিনই মামলা দায়ের করা হয়। মামলার পর পুলিশের গোয়েন্দা পুলিশ অভিযান শুরু করে।


পরে গতকাল রবিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝালকাঠি থেকে প্রধান আসামী শহিদ মাঝিকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে চুরিকৃত নগদ ৯ লাখ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতার ও বাকি এক লাখ টাকা উদ্ধার করার জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান জেলা পুলিশ প্রধান।


বিবার্তা/ইমরুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com