
টাঙ্গাইলের মধুপুরে বাস ও সিএনজি সংঘর্ষে আনোয়ার হোসেন (৬৫) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন।
১৫ জুলাই, সোমবার দুপুরের দিকে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের মধুপুর উপজেলার গোলাবাড়ী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত আনোয়ার জেলার মির্জাপুর উপজেলার মৃত শুকুর আলীর ছেলে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান স্থানীয়দের বরাতে জানান, শেরপুর থেকে মধুপুরের দিকে যাচ্ছিলো যাত্রীবাহী একটি সিএনজি। অপরদিকে ঢাকা থেকে ছেড়ে আসা মহাখালী ট্রাভেলস এর একটি বাস ধনবাড়ীর দিকে যাচ্ছিলো। পথিমধ্যে গোলাবাড়ি এলাকায় পৌছালে বাস ও সিএনজির মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজনের মৃতু্য হয়। আহতদের উদ্ধার করে মধুপুর হাসপাতালে পাঠানো হয়। পরে এ ঘটনায় টাঙ্গাইল ও ধনবাড়ী মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা। এসময় পুলিশ গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে আনেন।
তিনি আরও বলেন, নিহতের মরদেহ আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/ইমরুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]