
ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ছে আউশ ধানের আবাদ। বোরো ও আমনের মধ্যবর্তী সময়ে কৃষক বাড়তি ফসল হিসাবে আউশের আবাদ করছেন। প্রতি বছরের মতো এবারো এখন পর্যন্ত মাঠের অবস্থা ভালো। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে আউশ ধানের আশানুরূপ হবে আশা চাষিদের।
কৃষি বিভাগ জানিয়েছেন, চলতি মৌসুমে জেলায় প্রায় ৫০ হাজার ৮৬০ মেট্রিকটন আউশ ধান উৎপাদিত হবে বলে আশা করা হচ্ছে।
গত বছরের তুলনায় এবার প্রায় ১৫ হেক্টর বেশি জমিতে আউশের আবাদ হয়েছে। চলতি মৌসুমে জেলায় ১৭ হাজার ১শ হেক্টর জমিতে আউশ আবাদের লক্ষ্যমাত্রা ধরা হলেও আবাদ হয়েছে ১৭ হাজার ১৭৫ হেক্টর জমিতে। জেলা সদর, নবীনগর ও নাসিরনগর উপজেলায় আউশের আবাদ হয়েছে সবচেয়ে বেশি। চাষিরা জানান, কানি প্রতি ৪/৫ হাজার টাকা খরচ হয়েছে। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে, প্রতি কানিতে ১৪/১৫ মন ধান পাওয়া যাবে। জেলায় ব্রি ধান -৪২, ব্রি ধান -৪৩,ব্রি ধান -৪৮, বিনা ধান -১৯, বিনা ধান -২১ সহ নতুন নতুন জাতের সম্প্রসারণের ফলে আউশ আবাদে আগ্রহ বাড়ছে কৃষকদের। কৃষকরা জানান, বৃষ্টি নির্ভর আউশ আবাদে বাড়িতে সেচের প্রয়োজন নেই।
কৃষি বিভাগ জানিয়েছেন, খাদ্য ঘাটতি মোকাবেলায় সরকার আউশের আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের উদ্বুদ্ধকরণসহ বিশেষ কর্মসূচি গ্রহণ করেছেন। চলতি মৌসুমে জেলায় ১৫ হাজার ৬শ কৃষককে প্রতি বিঘা জমির জন্য সার ও উন্নতমানের বীজ প্রণোদনা দেয়া হয়েছে।
পরিত্যক্ত জমিতে কৃষকদের আউশ আবাদে উদ্বুদ্ধ করার লক্ষ্যে নেয়া নানা পদক্ষেপের কথা জানিয়ে চলতি মৌসুমে জেলায় প্রায় ৫০ হাজার ৮৬০ মেট্রিকটন আউশ উৎপাদিত হওয়ার আশাবাদের কথা জানান, কৃষি বিভাগের উপ-পরিচালক সুশান্ত ।
জৈষ্ঠ্যের শুরুতে রোপনকৃত মধ্যবর্তী এ ফসল শ্রাবনের শেষে কৃষকরা ঘরে তুলবে।
বিবার্তা/নিয়ামুল/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]