
কক্সবাজারের কুতুবদিয়ায় বিষপান করে রোকিয়া বেগম (৪৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
১৪ জুলাই, রবিবার উজেলার দক্ষিণ ধুরুং মশরফ আলীর বলীর পাড়ায় বিষপানের ঘটনাটি ঘটে। পরে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্র জানায়।
জানা যায়, একবছর ধরে লেমশীখালী ছিদ্দিক হাজির পাড়ার আব্দুল জলিল স্ত্রী রোকিয়া বেগম ও ছোট ছেলেকে নিয়ে শ্বশুর বাড়িতে বসবাস করেন।
নিহতের বড় ছেলে সাইফুল ও ভাবি জানান, প্রায় ৪ বছর ধরে রোকিয়া মানসিক রোগে ভুগছেন। শনিবারও চকরিয়ায় চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন তিনি। পরে রবিবার সকাল ১১টার দিকে বাড়ির পাশে ধান ক্ষেতের পাশে বিষপান করে পড়ে ছিল। প্রতিবেশীরা দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে স্টমাক ওয়াশ করে চিকিৎসা শুরু করার আগেই তার মৃত্যু হয়। এসময় হাসপাতাল থেকে থানায় খবর দেয়া হলে পুলিশ এসে প্রাথমিক সুরতহাল রিপোর্টসহ মরদেহ থানায় নেয়া হয়।
কুতুবদিয়া থানার এসআই মোজাম্মেল হোসেন বলেন, যেহেতু বিষপানে মৃত্যু হয়েছে, তাই নিহত নারী মানসিক রোগী কিনা তার যথাযথ চিকিৎসাপত্র, স্থানীয় জনপ্রতিনিধিসহ থানায় আসার জন্য বলা হয়েছে। পরে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]