
কুষ্টিয়ার কুমারখালীতে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় রিয়াজ শেখ (৪৭) নামে একজন কৃষক নিহত হয়েছেন।
১৩ জুলাই, শনিবার বেলা সাড়ে ১১টায় কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের শানপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কৃষক একই এলাকার মইন উদ্দিন শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জমি নিয়ে বেশ কিছুদিন ধরে চাচাতো ভাইদের মধ্যে বিরোধ চলে আসছিল। আজ শনিবার সকালে বিরোধপূর্ণ জমির লাগানো গাছে কাঁঠাল পাড়তে গেলে হোসেন শেখ ও রিয়াজ শেখের মধ্যে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে প্রতিপক্ষ হোসেন শেখ ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে রিয়াজ শেখ গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হত্যার ঘটনার বিষয়ে কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম বলেন, যারা এ হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের আইনের আওতায় হবে। নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে বলে উল্লেখ করেন।
বিবার্তা/শরীফুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]