কাউন্দিয়ায় তুরাগ নদীতে নৌকা পারাপারে বেড়েছে দুর্ভোগ
প্রকাশ : ১২ জুলাই ২০২৪, ১৮:১১
কাউন্দিয়ায় তুরাগ নদীতে নৌকা পারাপারে বেড়েছে দুর্ভোগ
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারের কাউন্দিয়ায় তুরাগ নদীতে এই ভরা বর্ষায় নৌকা পারাপারে দুর্ভোগ বেড়েছে। নদীতে তীব্র স্রোতে নৌকা পারাপারের সময় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। নদীতে ট্রলার ও বাল্কহেডের ধাক্কায় অনেক সময় ডুবে যাচ্ছে যাত্রীবাহী নৌকা। নিভে যাচ্ছে মানুষের জীবন প্রদীপ।


এলাকাবাসী জানায়, রাজধানীর লাগোয়া কাউন্দিয়া ইউনিয়ন, চারিদিকে পানি দিয়ে ঘেরা এই ইউনিয়নে বাস করেন কয়েক লাখ মানুষ। ২৩ টি গ্রামে নিয়ে এই ইউনিয়ন গঠিত সাভার উপজেলার অন্তগর্ত।


ইউনিয়নটিতে যাওয়ার কোন রাস্তা ঘাট নেই। যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে সবধরণের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এলাকাবাসী। শুধু নদী পার হতে গিয়েই বছরে বহু মানুষের প্রাণহানি ঘটে তুরাগ নদীতে। কয়েক দফা উদ্যোগ নেওয়ার পরও স্থাপন করা সম্ভব হয়নি কাঙ্ক্ষিত সেতু। তবে এবার দ্বীপ বাসীর স্বপ্ন পূরণ হওয়ার পথে। আগামী ২৫ জুলাই তুরাগ নদীতে সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে। এ নিয়ে দ্বীপ বাসিদের মাঝে উৎসবের আমেজ বইছে।


মিরপুরের বেড়িবাঁধের পাশ দিয়ে বয়ে যাওয়া তুরাগ নদীর বুক চিরে জেগে ওঠা এক চর কাউন্দিয়া। সেই দ্বীপ বেস্টিত গ্রামে যাওয়ার একমাত্র বাহন নৌকা। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এ নদী পাড়ি দিয়ে ২৩ গ্রামের মানুষকে নদী পারাপারে নৌকা ভাড়া দিয়ে জনপ্রতি মানুষকে, সেইসঙ্গে নিত্য প্রযোজনীয় সব কিছুর যোগান দিতে ভরসা করতে হয় নৌকার ওপরই।


গ্রামের শিশুদের মাধ্যমিকের গণ্ডি পেরোনার পর উচ্চশিক্ষার জন্য ভরসা করতে হয় শহরের ওপর। যদিও অনেকেই নৌকা পারাপারেরর ভয়ে দিতে চায়না স্কুলে। যে কয়েকটি ক্লিনিক রয়েছে তা অধিকাংশ সময়ই থাকে বন্ধ, পাশাপাশি গড়ে উঠছে অপরিকল্পিত উঁচু ভবন।


এলাকাবাসী জানান, এখানে ভালো শিক্ষা প্রতিষ্ঠান নেই। যে কারণে অভিভাবকরা চাইলেও তাদের ছেলে-মেয়েদের পড়াতে পারেন না। পড়তে হলে ছেলে-মেয়ের নদীর পার হয়ে যেতে হয়।


কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সাইফুল আলম খান বলেন, এবার তুরাগ নদীতে সেতুটি নির্মাণ হলে এই ইউনিয়নের মানুষের আর কোন দুর্ভোগ থাকবে না।


বিবার্তা/শরীফুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com