চবি শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ, আহত ১০
প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ২১:৪৮
চবি শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ, আহত ১০
চবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে কোটা পদ্ধতি সংস্কার করার এক দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও চবি অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের তীব্র আন্দোলন সংগ্রামে উত্তাল চট্টগ্রাম। আন্দোলনে পুলিশের লাঠিচার্জে অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়েছেন।


১১ জুলাই, বৃহস্পতিবার বেলা সাড়ে ৪টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা টাইগারপাস মহাসড়ক অবরোধ করতে গেলে পুলিশ তাদের পথরোধ করে লাঠিচার্জ করে। এরই প্রতিবাদে এদিন সন্ধ্যায় শিক্ষার্থীরা চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করেন।


পুলিশের বাঁধা ও লাঠিচার্জ: চট্টগ্রামের বটতলী রেলস্টেশনে অবস্থান কর্মসূচি পালন শেষে বিকাল সাড়ে ৪টার দিকে আন্দোলনকারীরা টাইগারপাস মহাসড়ক অবরোধ করতে যায়। এতে বিকেল সোয়া ৫টার দিকে পুলিশের বাঁধার সম্মুখীন হন তারা। পুলিশ তাদেরকে সামনে ও পিছনের দিক থেকে ঘিরে বাধা দেন। পুলিশের বাধা উপেক্ষা করে এগিয়ে যেতে চাইলে পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পিছনের দিক থেকে লাঠিচার্জ করে এবং এতে নারী শিক্ষার্থীসহ অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হন।


এ ব্যাপারে আন্দোলনরত চবির এক শিক্ষার্থী মো. রায়হান বলেন, আমরা কেন্দ্রীয় কর্মসূচির নির্দেশে বাংলা ব্লকেডের অংশ হিসেবে টাইগার পাস মোড়ে অবরোধ করতে যাচ্ছিলাম। কিন্তু পুলিশ আমাদের বাধা দেয়। আমরা আন্দোলন চালিয়ে যাব বলে সামনে এগিয়ে যেতে চাইলে পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করে এবং আমাদের অনেকেই এতে আহত হন।


সেখান থেকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নগরীর ২নং গেট এলাকা অবরোধ করে এবং রাট ৮টার দিকে তারা তাদের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।


পুলিশি হামলার প্রতিবাদে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ: টাইগার পাস এলাকায় শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করায় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।


সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ১নং গেইট এলাকায় ৩০০-৪০০ শিক্ষার্থী জড়ো হয়ে রাত ৯টা পর্যন্ত এ অবরোধ কর্মসূচি পালন করেন।


এ আন্দোলনের ব্যাপারে জানতে চাইলে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইখলাস বিন সুলতান বলেন, চট্টগ্রাম মহানগরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নগ্ন হামলার প্রতিবাদে আমরা এ অবরোধে এসেছি একই সাথে আমরা বৈষম্যমূলক কোটার সংস্কার চাই।


প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত ১ জুলাই থেকে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছে।


বিবার্তা/মহসিন/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com