
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার গুরুত্ব সম্পর্কে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করে জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করতে হবে। এক্ষেত্রে চিকিৎসকদের বড় ভূমিকা রয়েছে। জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করতে ভবিষ্যতের চিকিৎসকদের এখন থেকেই প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) সহযোগিতায় বাংলাদেশ মেডিকেল স্টুডেন্ট’স সোসাইটি (বিএমএসএস) নওগাঁ শাখা আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
১১ জুলাই, বৃহস্পতিবার নওগাঁ সরকারি মেডিকেল কলেজ মিলনায়তনে দুপুর ১২টায় এ আলোচনা অনুষ্ঠিত হয়।
নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. পিযুষ কুমার কুন্ডের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মুনীর আলী আকন্দ, ডাব্লিউএইচওর ইমিউনাইজেশন এন্ড সার্ভেইলেন্স অফিসার ডা. লুৎফর রহমান, , ডা. আবু জার গাফফার প্রমুখ।
বিশ্বস্বাস্থ্য সংস্থার ‘গ্লোবাল ওয়াক দ্য টক’ কর্মসূচির অংশ হিসেবে নওগাঁয় প্রথমবারের মতো এমন আয়োজন অনুষ্ঠিত হলো।
অনুষ্ঠানে নওগাঁ সরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থী ও শিক্ষকেরা অংশ নেন। এ বছর ওয়াক দ্য টক কর্মসূচির প্রতিপাদ্য ছিল ‘সুস্থ জীবন, সুস্থ পরিবার’।
অনুষ্ঠানে বক্তারা জনস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং সুস্থ জীবনযাপনের গুরুত্বের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করতে চিকিৎসকদের বড় ভূমিকা রয়েছে। জনসংখ্যার স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ করে ভবিষ্যতের চিকিৎসকদের প্রতিশ্রুত বদ্ধ হতে হবে।
অধ্যক্ষ ডা. পিযুষ কুমার কুন্ডে বলেন, আজকে যারা শিক্ষার্থী, ভবিষ্যতে তারা চিকিৎসক হবেন। সুস্থ জাতি গঠনে দেশের জনগণকে জনশক্তিতে রূপান্তরিত করতে ভবিষ্যতের সেই চিকিৎসকদের এখন থেকেই প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। তাদেরকে মানবসেবার ব্রত গ্রহণ করতে হবে।
নওগাঁয় ওয়াক দ্য টক কর্মসূচির সমন্বয় করে নওগাঁ সরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থী নুসাইবা বিনতে হক।
তিনি জানান, ওয়াক দ্য টক ইভেন্টের অংশ হিসেবে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সংগঠন বিএমএসএস আঞ্চলিক স্বাস্থ্য কর্মকর্তাদের সহযোগিতায় সচেতনতা কর্মসূচি, প্রতিযোগিতা ও শিক্ষামূলক কর্মশালার আয়োজন করা হয়েছে। এই তৃণমূল প্রচেষ্টার উদ্দেশ্য, ‘সুস্থ জীবন, সুস্থ পরিবার’ এর বার্তা সকলের কাছে পৌঁছে একটি জাতীয় অঙ্গীকার তৈরি করা।
বিবার্তা/শামীনূর/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]