গোপালগঞ্জে হাতুড়ে ডাক্তারকে জেল-জরিমানা
প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ১৮:০২
গোপালগঞ্জে হাতুড়ে ডাক্তারকে জেল-জরিমানা
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গোপালগঞ্জে মুকসুদপুরের জলিরপাড় বাজারের "প্রত্যাশা ফার্মেসি"তে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফার্মেসির মালিক প্রসুন বালাকে ৩ মাসের জেল, ৫০ হাজার টাকা জরিমানা এবং দোকানটি সিলগালা করে দেওয়া হয়েছে।


১১ জুলাই, বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আসাদুজ্জামান নুর।


এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন এবং গোপালগঞ্জ জেলা ওষুধ তত্ত্বাবধায়ক বিথি রানী মন্ডল উপস্থিত ছিলেন।


মুকসুদপুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন জানান, জলিরপাড় বাজারের প্রত্যাশা ফার্মেসি-তে বিপুল পরিমাণ অ-নিবন্ধিত ওষুধ ও বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়।


তিনি আরো বলেন, ফার্মেসির মালিক প্রসুন বালা এখতিয়ার বহির্ভূতভাবে প্রেসক্রিপশন প্যাড ছাপিয়ে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে জনগণকে চিকিৎসার নামে প্রতারিত করে যাচ্ছিলেন। এ সকল অপরাধের শাস্তি হিসেবে তাকে ৩ মাসের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা এবং দোকানটি তালাবদ্ধ করে সিলগালা করে দেয়া হয়।


বিবার্তা/সঞ্জয়/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com