
বগুড়ার শেরপুরে তামিম হোসেন (১৪) নামের এক কিশোরের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
১১ জুলাই, বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে শেরপুর আমইন গ্রামের একটি পুকুর থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার করে। তামিম হোসেন আমইন গ্রামের মুকুল আকন্দের ছেলে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম বলেন, তামিম পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছে। সে গ্রামের বিভিন্ন মানুষের পাওয়ার টিলার চালানোর কাজে সহযোগিতা করতো। বুধবার সকাল ৭টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। রাত ৮টার দিকে তার বাবার থানায় এসে ছেলে হারানো সংক্রান্ত জিডি করেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গ্রামের লোকজন তামিমের বাড়ির পার্শ্বে হান্নানের পুকুরে বস্তা ভাসতে দেখে পাড়ে তুলে আনে।পরে বস্তা খুলে তামিমের লাশ পাওয়া যায়।
ওসি বলেন, খবর পেয়ে বেলা ১২টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। নিহতের গলায় রশি দিয়ে ফাঁস দেয়া ছিল। ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে তামিমকে হত্যার পর লাশ বস্তায় ভরে পুকুরে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]