রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
প্রকাশ : ১০ জুলাই ২০২৪, ২০:০০
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মোহনপুরে সড়ক দুর্ঘটনায় কর্তব্যরত এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।


১০ জুলাই, বুধবার ভোর ৪ টার দিকে রায়ঘাটি গ্রামের কলভার্ট মোড়ে রাজশাহী-নওগাঁ মহাসড়কে দুর্ঘটনায় তিনি মারা যান।


নিহত পুলিশ সদস্য (কনস্টেবল) মারুফ হোসেন (৪৮)। তিনি জয়পুরহাটের পেঁচুলিয়া গ্রামের মৃত আঃ হালিম এর ছেলে।


পুলিশ সূত্রে জানা গেছে, মোহনপুর থানা পুলিশ এসআই আব্দুল হাই এর নেতৃত্বে ৯৯৯ পিকআপ যোগে রাত্রিকালীন টহল ডিউটি করছিলেন। পিকআপটি কামারপাড়া মোড়ের থেকে কেশরহাটের দিকে আসার সময় কার্লভাট মোড়ের কাছে পৌঁছামাত্রই সামনে থাকা অটোচার্জার ভ্যানে হঠাৎ পেছনে ধাক্কা লাগলে পিকআপ চালক হার্ট ব্রেক করেন। এসময় পিকআপটির ব্রেকে কাজ না করায় পিকআপের পেছনে থাকা পুলিশ সদস্য মারুফ হোসেন ও আব্দুর রাজ্জাক রাস্তার উপর পড়ে যায়। ফলে আব্দুর রাজ্জাক এর হাত-পায়ে সামান্য ছিলা ফোলা জখম প্রাপ্ত হন এবং মারুফ হোসেন পাকা রাস্তার উপর পড়ে গিয়ে পা ভেঙ্গে যায় এবং মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে নাক-মুখ দিয়ে রক্ত আসলে পুলিশ সদস্য আব্দুর রাজ্জাক, পিকআপ চালক আনিসুর রহমান ও এসআই আব্দুল হাই মিলে তাৎক্ষণিক মারুফকে উদ্ধার করে সাড়ে ৪ টার দিকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। মারুফের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে রেফার্ড করেন। সেখানে সকাল সাড়ে ৬ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারুফ মৃত্যুবরণ করেন।


এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরিদাস মন্ডল বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত পুলিশ সদস্য মারুফের মৃত্যুতে আমরা শোকাহত। তাঁর মৃতদেহটি রামেক হাসপাতাল থেকে আমরা তাদের পরিবারের কাছে পৌঁছিয়ে দিয়েছি। সেখানে তার ধর্মীয় বিধান মোতাবেক দাফন সম্পন্ন হয়েছে।


বিবার্তা/মোস্তাফিজুর/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com