
নওগাঁর মান্দায় ফুটবল খেলাকে কেন্দ্র করে শরিফ (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কশব ইউপির তুড়ুকবাড়ীয়া আকন্দ পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত শরিফ কশব ইউপির তুড়ুকবাড়ীয়া গ্রামের সাহেব আলীর ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। এ ঘটনায় নিহতের বাবা রাতেই পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
আসামিরা হলেন- একই এলাকার প্রতিবেশি আহম্মদ আকন্দের ছেলে সুলতান আকন্দ (২২), জিয়াউর রহমানের স্ত্রী পারুল বিবি (৪২), ছেলে পারভেজ (২২), মৃত রিয়াজ উদ্দীন আকন্দের ছেলে অহম্মদ আলী আকন্দ (৫৭) ও এর স্ত্রী সেলিনা ওরফে শেলি (৪৫)।
স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার (৪ জুলাই) তুড়ুকবাড়িয়া হাইস্কুল মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। বিরোধ নিরসনে স্থানীয়রা মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হন। ওই ঘটনার জের ধরে আসামিরা নিহত শরিফকে হত্যার পরিকল্পনা করেন।
স্থানীয়রা আরো জানান, নিহত শরীফ তড়ুকবাড়িয়া জানবক্সের মোড় চা-পান খেয়ে বাড়ি ফিরছিলেন। এসময় তার উপস্থিতি টের পেয়ে আসামিরা পিছন দিক থেকে ধারালো হাসুয়া দিয়ে কোপ দেয়। এসময় আহত শরিফ বাঁচার জন্য দৌড় দিলে সে রাস্তার পড়ে যায়। তখন আসামিরা শরিফকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা শরীফকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।
শরিফ হত্যার বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা অভিযুক্তদের বাড়ি ঘেরাও করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় ঘটনাস্থল থেকে ৪নং আসামি সেলিনা বেগমকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। পরে তাকে জেল হাজতে প্রেরণ করেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আর এই ঘটনায় ৫ জনকে আসামি করে নিহতের বাবা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
বিবার্তা/আপেল/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]