পাবনায় সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা
প্রকাশ : ১০ জুলাই ২০২৪, ১৫:৪৫
পাবনায় সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা
পাবনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পাবনার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


১০ জুলাই, বুধবার সকাল ১১ টায় পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার আ. আহাদ জেলার সার্বিক আইনশৃঙ্খলা, মাদক, যানজটসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের বক্তব্য শোনেন এবং তা সমাধানের আশ্বাস প্রদান করেন।


পুলিশ সুপার বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যেকোনো অপরাধমূলক কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে দ্বিধা করবেন না। সর্বত্র মাদক বিস্তার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে, মাদক বিস্তার রোধ করা আমাদের সবার দায়িত্ব।


পুলিশ সুপার জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, মাদক, কিশোর গ্যাং, ছিনতাই, চুরি-ডাকাতি, সড়ক-মহাসড়কের শৃঙ্খলা ফিরতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।


মতবিনিময়কালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জিয়াউর রহমান উপস্থিত ছিলেন।


সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, পাবনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ , সাংবাদিক আব্দুল মতিন খান, দৈনিক যুগান্তর ও চ্যানেল আই পাবনা জেলা প্রতিনিধি আখতারুজ্জামান আক্তার, যমুনা টিভির পাবনা জেলা প্রতিনিধি কলিট তালুকদার, আর টিভির পাবনা জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ, যায়যায়দিন এর পাবনা জেলা প্রতিনিধি আরিফুর রহমান সিদ্দিকী প্রমুখ।


বিবার্তা/পলাশ/ইমি/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com