
গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ার ঘটনা ঘটেছে। এতে দুর্ভোগে পড়েছেন ওই ট্রেনের শত শত যাত্রী।
৮ জুলাই, সোমবার বিকেলে ঢাকা থেকে জামালপুর কমিউটার ট্রেন জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে গেলে শ্রীপুর স্টেশনে প্রবেশের সময় এই ঘটনা ঘটে।
যাত্রীরা জানায়, ট্রেনটি বিকেল সাড়ে ৫টায় শ্রীপুর স্টেশনে প্রবেশ করার সময় হঠাৎ চলন্ত ট্রেনের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।
অন্য আরেক যাত্রী জানান, তিনি ওই ট্রেনে ঢাকা থেকে ময়মনসিংহে যাচ্ছিলেন। ট্রেনটি আটকে পড়ায় বিপাকে পড়েছেন তিনিসহ শত শত যাত্রী।
এদিকে ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় শ্রীপুর পৌর শহরের একমাত্র সড়ক ডিবি রোডে আটকাপড়া ট্রেনের কারণে যান চলাচল বন্ধ রয়েছে। এতে শ্রীপুর পৌর শহর এবং গোসিংগা আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
ট্রেনের চালক আবুল হোসেন জানান, ঢাকা থেকে ট্রেন চালিয়ে জামালপুরে যাচ্ছিলাম। বিকেল সাড়ে ৫টার দিকে ট্রেনটি শ্রীপুর স্টেশনে প্রবেশ করে থামার আগেই হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে যায়। অনেক চেষ্টা করেও ইঞ্জিন সচল করতে পারিনি। উদ্ধারকারী ইঞ্জিন এলে ট্রেনটি নিয়ে যেতে পারবে।
শ্রীপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. সাইদুল রহমান জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা পরবর্তী পদক্ষেপ নিবেন।
বিবার্তা/ইমি/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]