
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (৭ জুলাই) রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাজপাড়া থানা- ১ জন, মতিহার থানা- ১ জন, কাটাখালী থানা- ২ জন, বেলপুকুর থানা- ১ জন, শাহমখদুম থানা- ২ জন, পবা থানা- ১ জন, কাশিয়াডাঙ্গা থানা- ২ জন, কর্ণহার থানা- ২ জন, দামকুড়া থানা- ১ জন ও ডিবি পুলিশ- ২ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের মধ্যে ৮ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৬ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ২০.২ গ্রাম হেরোইন, ৮৫ গ্রাম গাঁজা, ১০ পিস ইয়াবা, ১০ লিটার চোলাইমদ ও ৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
বিবার্তা/রানা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]