
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় পানিতে ডুবে দুই শিশু নিহত হয়েছে।
৮ জুলাই, সোমবার দুপুরে বাড়ির পাশের যমুনা নদী থেকে মো. কাউছার (৩) নামে একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
কাউছার বাঘুটিয়া ইউনিয়নের হাটাইল গ্রামের মো. বায়জিদের ছেলে।
স্থানীয় ও মৃত শিশুর পারিবারিক সূত্রে জানা যায়, নদীর তীরবর্তী এলাকা হওয়ায় তলিয়ে গেছে চৌহালীর বিভিন্ন এলাকা। সোমবার সকালে মা রান্না করছিল। এ সুযোগে সবার চোখ ফাঁকি দিয়ে বাড়ির পাশের যমুনা নদীতে চলে যায় কাউছার। বেশ কিছুক্ষণ তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। একপর্যায়ে নদীতে তার মরদেহ পাওয়া যায়।
এর আগে ৭ জুলাই, রবিবার রাতে বাড়ির পাশের পুকুর থেকে মো. মাহিম হোসেন (৫) নামে আরেকটি শিশুর মরদেহ উদ্ধার করেন স্বজনরা। মাহিম হোসেন উপজেলার খাষপুখুরিয়া ইউনিয়নের পশ্চিম কোদালিয়া গ্রামের মো. মজনু মিয়ার ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান জানান, মৃত দুই শিশুর পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার সময় বাড়ির শিশুদের বাড়তি নজরে রাখা, সাঁতার শেখানোর পরামর্শ দেওয়াসহ অভিভাবকদের বিভিন্নভাবে সচেতন করা হচ্ছে।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]