
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ইয়াছিন মিয়া (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে।
৮ জুলাই, সোমবার উপজেলার ধনপুর হাওরে এ দুর্ঘটনা ঘটে।
ইয়াছিন ইটনা সদর ইউনিয়নের বড়হাটি গ্রামের মো. করম আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে ধনপুর হাওরে নৌকা নিয়ে মাছ ধরতে যান ইয়াছিন। এ সময় আকাশে মেঘ জমে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় হাওর। এক পর্যায়ে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তিনি নৌকা থেকে পড়ে নিখোঁজ হন। পরে অন্য জেলে ও স্থানীয়রা দুপুর ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করেন।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী জানান, মরদেহ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]