
ঝিনাইদহে বিপুল পরিমাণ গাজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
৮ জুলাই, সোমবার ভোররাতে শহরের টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, টার্মিনাল এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। সেসময় অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মনিরল বিশ্বাসকে। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় ৭ কেজি গাঁজা। পার্বত্য এলাকা থেকে গাঁজা এনে ঝিনাইদহে বিক্রি করা হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।
ওসি শাহীন উদ্দিন জানান, এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]