
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে মো. ঝন্টু মিয়া (২৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
৮ জুলাই, সোমবার বেলা ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ওসি সুমন কুমার আদিত্য।
নিহত যুবক উপজেলার কলিয়া ইউনিয়নের উয়াউল গ্রামের আব্দুল খালেকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঝন্টু মিয়া রবিবার (৭ জুলাই) সন্ধ্যার পর কালিয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। তার নিজ গ্রামের ঈদগা মাঠের সামনে আসলে পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের জাকিরের ছেলে জাহিদ (২১) ও তার ৮/৯ জন সহযোগী মিলে বেধড়ক লাঠিপেটা করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম সিদ্দিকুর রহমান বলেন, গতকাল রাত আনুমানিক ৮টার দিকে জাহিদ ও তার ৮/৯ জন সহযোগী মিলে মো. ঝন্টুকে লাঠিপেটা করে হত্যা করেছে বলে শুনেছি। পরে গ্রামের মানুষ পুলিশকে খবর দেয়। পুলিশ ময়নাতদন্তের জন্য ঘটনাস্থল থেকে ঝন্টুর মরদেহ নিয়ে যায়।
নিহত ঝন্টুর প্রতিবেশী চাচা আমিনুর রহমান বলেন, আজ থেকে মাস দেড়েক আগে ঝন্টুদের বাড়ির সামনের রাস্তা নষ্ট করে মাটি বোঝাই ট্রাক্টর চলানোর কারণে জাহিদের সঙ্গে কথা কাটাকাটি হয়। সেই রাগেই এই ঘটনা ঘটেছে বলে তিনি জানান।
দৌলতপুর থানার ওসি সুমন কুমার আদিত্য বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]