পেনশন স্কিম বাতিলের দাবিতে রুয়েটে কর্মবিরতি
প্রকাশ : ০৩ জুলাই ২০২৪, ১৭:৫৬
পেনশন স্কিম বাতিলের দাবিতে রুয়েটে কর্মবিরতি
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

অর্থ মন্ত্রণালয় জারিকৃত পেনশন সংক্রান্ত প্রত্যয় স্কিম প্রজ্ঞাপন বাতিলের দাবিতে ও ইউজিসির সুপারিশকৃত অভিন্ন নীতিমালায় ১২ দফা সংযোজনের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের ঘোষিত ১ থেকে ৪ জুলাই অর্ধ দিবস কর্ম বিরতি এবং আগামী ৭ জুলাই থেকে অনির্দিষ্টকালের কর্ম বিরতি কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) অফিসার্স এ্যাসোসিয়েশনের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।


৩ জুলাই, বুধবার সকাল ১০ টা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অর্ধ দিবস কর্ম বিরতি কর্মসূচি পালন করেন রুয়েট অফিসার্স এ্যাসোসিয়েশনের সদস্য ও নেতৃবৃন্দ। এসময় বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে বিরত থাকেন তারা।


অফিসার্স এ্যাসোসিয়েশনের সদস্য সচিব মো. মুরাদ হোসেন বলেন, আমাদের দাবি হলো অর্থ মন্ত্রণালয় জারিকৃত পেনশন সংক্রান্ত প্রত্যয় স্কিম প্রজ্ঞাপন বাতিল ও ইউজিসির সুপারিশকৃত অভিন্ন নীতিমালায় ১২ দফা সংযোজন। আমাদের দাবি আদায়ে আপাতত আমরা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছি। আগামী ৭ জুলাইয়ের আগে যদি এই সংকট নিরসন করা না হয় তাহলে আমরা ৭ জুলাই থেকে অনির্দিষ্টকালের লাগাতার কর্মসূচি পালন করবো।


বিবার্তা/মোস্তাফিজুর/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com