
কক্সবাজারের নাফ নদী সীমান্তে মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে।
২ জুলাই, মঙ্গলবার দুপুরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মো. আশিকুর রহমান বলেন, দুপুরের দিকে টেকনাফ থেকে অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তিকে সীমান্তে মাইন বিস্ফোরণে আহত হওয়ার তথ্য দিয়ে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে তিনি রোহিঙ্গা বলে জানা গেছে। তার নাম মোহাম্মদ আয়াছ। বয়স হবে আনুমানিক ২৫ বছর।
মাইন বিস্ফোরণে নিহত রোহিঙ্গার ডান পায়ের গোড়ালি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
মেডিকেল কর্মকর্তা বলেন, নিহত রোহিঙ্গাকে হাসপাতালে আনার পরপরই নিয়ে তাকে নিয়ে আসা অজ্ঞাতপরিচয়ের ব্যক্তি সটকে পড়েন। তিনি বলেছিলেন টেকনাফের নাফ নদী সীমান্তের ওপারে মিয়ানমার অভ্যন্তরে মাইন বিস্ফোরণে মোহাম্মদ আয়াছ আহত হয়েছিলন।
নিহত ব্যক্তি বাংলাদেশের কোনো রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত নাকি মিয়ানমারে অবস্থানকারী রোহিঙ্গা নাগরিক; এ ব্যাপারেও কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান আশিকুর রহমান।
মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান মেডিকেল কর্মকর্তা।
বিবার্তা/ফরহাদ/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]