
টাঙ্গাইলের পৌর শহরের সন্তোষ এলাকায় নিখোঁজের চারদিন পর সোহেল রানা (৩২) নামে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২ জুলাই, মঙ্গলবার সকালে পৌর শহরের সন্তোষ রথখোলা শান্তিনগর মডেল টাউন পুকুরের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সোহেল রানা সে পৌর শহরের অলোয়া ভবানী আমতলা এলাকার নুর মোহাম্মদের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শুক্রবার রাতে নিখোঁজ হন সোহেল। অনেক খোঁজাখুঁজির পর টাঙ্গাইল সদর থানায় সাধারণ ডায়েরি করেন তার পরিবার। চারদিন পর আজ মঙ্গলবার সকালে পুকুরের পাশে লাশটি দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
স্থানীয় আরো জানায়, সোহেল এক বছর আগে বিদেশ থেকে এসেছেন। সামনে মাসে আবারও বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।
টাঙ্গাইলের কাগমারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পঠানো হয়েছে। রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিবার্তা/বাবু/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]