ঝিনাইদহে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন
প্রকাশ : ০২ জুলাই ২০২৪, ১৫:০৬
ঝিনাইদহে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহের পোস্ট অফিস মোড়ে সাংবাদিক আলমগীর অরন্যকে কুপিয়ে জখম ও সাংবাদিক লোটাস রহমান সোহাগকে লাঞ্চিত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন মিছিল অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (২ জুলাই) সকাল ১১টায় উদিচি শিল্পী গোষ্ঠী ও ঝিনাইদহ সাংবাদিক ফোরামের ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।


মানববন্ধন উপস্থিত ছিলেন, জেলা উদিচি শিল্পী গোষ্ঠীর স্বপন বাগচী, দিলিপ বরুয়া, শামীম আহম্মেদসহ জেলা প্রেসক্লাব, প্রেসক্লাব ঝিনাইদহের সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।


এ সময় বক্তারা বলেন, উদিচি শিল্পী গোষ্ঠীর শৈলকূপা উপজেলা সাধারণ সম্পাদক ও সাংবাদিক আলমগীর অরন্যকে নিজ প্রতিষ্ঠানে কিশোর গ্যাং ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে আঘাত করেছে তা বর্বরোচিত। তিনি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। আর সন্ত্রসীরা বীরদর্পে শৈলকূপায় ঘুরে বেড়াচ্ছে । দেশে আইনের কোন শাসন নেই । অন্যদিকে সময় টিভির সাংবাদিক লোটাস রহমান সোহাগের সাথে যে ন্যাক্কারজনক আচরণ করেছেন ওজোপাডিকোর এক্চেন রাশেদুল ইসলাম তা আমাদের সত্যিই হতবাক করেছে । তার হাত থেকে ক্যামেরা কেড়ে নিয়ে মেমোরি কার্ড ভাঙা হয়েছে । তারপরও তিনি এখনও ঝিনাইদহে রয়েছেন। আমরা তার শাস্তির দাবি করি ।


মানববন্ধন শেষে এক মিছিল ঝিনাইদহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


বিবার্তা/রায়হান/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com