
মুহুরি নদীতে মাছ ধরতে গিয়ে ফেনীর ফুলগাজীতে পানিতে ডুবে মো. মামুন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (১ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব ঘনিয়ামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দিবাগত রাতে মামুন পূর্ব ঘনিয়ামোড়া এলাকায় তালতলা স্টিলের ব্রিজের ওপর থেকে জাল দিয়ে মাছ ধরছিলেন। এসময় হঠাৎ পা পিছলে তিনি নদীতে পড়ে যান। পরে রাত ১১টার দিকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মামুন কিসমত ঘনিয়ামোড়া এলাকার আবদুল মান্নানের ছেলে।
ফুলগাজী থানার অফিসার ইনচার্জ মো. নিজাম উদ্দিন নদী থেকে যুবকের মরদেহটি উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]