
চাঁদপুরে হত্যা মামলার প্রধান আসামি ফরিদ গাজীকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। তার বিরুদ্ধে মতলব উত্তরের ষাটনলে উজ্জ্বল মিজি নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ রয়েছে।
সোমবার (১ জুলাই) নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার পুস্কনিরপাড় এলাকায় ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
চাঁদপুরের পিবিআই পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০২২ সালের ৬ মে মতলব উত্তরের ষাটনল এলাকার মেঘনা পাড়ে প্রতিপক্ষের একাধিক গুলিতে মারা যান উজ্জ্বল মিজি (৪৫)। এ ঘটনায় প্রথমে মতলব উত্তর থানায় মামলা হয়। পরে হত্যাকাণ্ডের কারণ এবং প্রকৃত আসামি চিহ্নিত করতে এ মামলার তদন্ত কর্মকর্তা নিযুক্ত হন পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মীর মাহবুবুর রহমান। দীর্ঘ একবছর তদন্ত শেষে উজ্জ্বল মিজি হত্যার কারণ এবং প্রধান আসামি চিহ্নিত করতে সক্ষম হয় পিবিআই। যার পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে আসামি ফরিদ গাজীকে (২৮) গ্রেফতার করা হয়।
এদিকে, সোমবার বিকেলে গ্রেফতার হওয়া ফরিদ গাজীকে চাঁদপুরের আদালতে হাজির করা হয়েছে। এসময় আদালতে ১৬৪ ধারায় হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আসামি ফরিদ গাজী। পরে তাকে চাঁদপুর জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
অন্যদিকে, ঘটনাস্থল চাঁদপুরের মতলব উত্তর হলেও হত্যাকাণ্ডের শিকার উজ্জ্বল মিজি এবং তাকে হত্যাকারী ফরিদ গাজী। তাদের দুজনের বাড়ি মুন্সিগঞ্জে। মূলত নদীপথে দস্যুতা, ডাকাতি ও প্রভাববিস্তারের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]