
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এলোমেলো ভাবে ঘুরে বেড়ানো সেই গন্ধগোকুল অবশেষে উদ্ধার করা হয়েছে। এসময় গন্ধগোকুলটি অসুস্থ অবস্থায় ছিল।
সোমবার (১ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হলের সামনে থেকে গন্ধগোকুলটি উদ্ধার করা হয়। গন্ধগোকুলটি উদ্ধারে নেতৃত্ব দেওয়া বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান। উদ্ধারের পর গন্ধগোকুলটিকে বিশ্ববিদ্যালয়ের ওয়াইল্ড লাইফ রেসকিউ সেন্টারে নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. কামরুল হাসান প্রাথমিকভাবে ধারণা করছেন, এটি (গন্ধগোকুলটি) র্যাবিস বা এ জাতীয় কোনো ভাইরাসে আক্রান্ত হয়েছে।
এর আগে রবিবার (২৯ জুন) থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় এলোমেলোভাবে ঘুরতে দেখা যায় গন্ধগোকুলটিকে। স্বাভাবিকভাবে সব সময় লোকচক্ষুর আড়ালে থাকা এবং লাজুক স্বভাবের এই প্রাণীটিকে অস্বাভাবিকভাবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় ঘুরতে দেখা যায়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, মূলত গতকাল থেকে গন্ধগোকুলটিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় ঘুরতে দেখেন শিক্ষার্থীরা। সর্বপ্রথম এটিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের আশেপাশে দেখা যায় বলে দাবি করা হয়। পরবর্তীতে আজ সকালে এটিকে বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হলের সামনেও দেখা যায়।
এসময় মীর মোশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী ও প্রাণিবিদ্যা বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী রবিউল ইসলাম রবি গন্ধগোকুলটির একটি ভিডিও ধারণ করে তার ফেসবুকে পোস্ট করেন।
রবিউল ইসলাম বলেন, রবিবার রাতে আমরা সর্বপ্রথম এটির কথা জানতে পারি। তখন প্রাণীটিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের পাশে দেখা যায়। কিন্তু রাতে আমরা সেখানে গিয়ে আর এটিকে দেখতে পাইনি। পরে আজ সকালে আবার হলের সামনে এটি এলে আমরা এর কিছু ছবি তুলি এবং ভিডিও করি। পরে শিক্ষকদের জানালে তারা এটিকে উদ্ধারের উদ্যোগ নেন।
প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান বলেন, বাংলায় এটিকে গন্ধগোকুল বা বাগডাশ বলা হয়। এটি অত্যন্ত লাজুক স্বভাবের একটি প্রাণী, সচরাচর এটিকে মানুষের আশেপাশে আসতে দেখা যায় না। নিশাচর প্রাণী হওয়ায় এটি রাতেই খাবারের সন্ধানে বের হয়, রাতে বের হলেও এটিকে কোনোভাবেই মানুষের আশেপাশে দেখা যায় না।
বিবার্তা/শরিফুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]