
নড়াইলে একশত পিস ইয়াবাসহ মুরসালিন মোল্যা (২৩) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
সোমবার (১জুলাই) দিবাগত রাতে জেলার কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের পেড়লী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্বার করা হয়।
গ্রেফতারকৃত মুরসালিন মোল্যা যশোরের অভয়নগর উপজেলার ধুলগ্রাম গ্রামের কবির মোল্যার ছেলে।
নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র অফিসার ইনচার্জ ছাব্বিরুল আলম বলেন, মুরসালিনের বিরুদ্ধে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
এছাড়াও তার নামে ৩টি মাদক মামলা রয়েছে যা বিচারাধীন।
বিবার্তা/শরিফুল/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]