নড়াইলে হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস খাদে, আহত ৫
প্রকাশ : ০১ জুলাই ২০২৪, ১৯:৪৭
নড়াইলে হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস খাদে, আহত ৫
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের তুলরামপুর তেল পাম্প এলাকায় হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে গেছে। এতে ৫ জন যাত্রী আহত হয়েছে।


আহতদের উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস যশোরের উদ্দেশে যাচ্ছিল। বিকাল সাড়ে ৩টার দিকে কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের নড়াইল সদরের তুলরামপুর তেল পাম্প এলাকায় পৌঁছালে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে অন্তত ৫ জন যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে।


এ ব্যাপারে তুলরামপুর হাইওয়ে থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মনির আহমেদ বলেন, ঢাকা থেকে আসা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় ৫ জন আহত হয়েছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।


বিবার্তা/শরিফুল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com