সোনাগাজী প্রেসক্লাবের দায়িত্ব হস্তান্তর ও অভিষেক অনুষ্ঠিত
প্রকাশ : ০১ জুলাই ২০২৪, ১৮:৪৭
সোনাগাজী প্রেসক্লাবের দায়িত্ব হস্তান্তর ও অভিষেক অনুষ্ঠিত
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফেনীর সোনাগাজী প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।


১ জুলাই, সোমবার বিকেলে প্রেসক্লাবের বিদায়ী সভাপতি আফতাব মমিনের সভাপতিত্বে ও বিদায়ী সাধারণ সম্পাদক মো. ছালাহ্ উদ্দিন এর সঞ্চালনায়
এ অভিষেক ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়।


এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি একেএম আবদুর রহিম, বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক মোরশেদ আলম প্রিন্স ও বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন কুয়েত শাখার সভাপতি (দেশ বার্তা ম্যাগাজিন সম্পাদক) নাছির উদ্দিন খোকন।


এছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ফেনী সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ সৈয়দ মনির আহমেদ।


প্রধান অতিথি একেএম আবদুর রহিম বলেন, উপকূলে সাংবাদিকতা খুবই ঝুঁকিপূর্ণ, তাই মতের অমিল থাকলেও পেশাগত কাজে ঐক্যবদ্ধ থাকতে হবে।


এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন নব নির্বাচিত সভাপতি মেহরাব হোসেন মেহেদী, সাবেক সভাপতি গাজী মোহাম্মদ হানিফ, জহিরুল হক খাঁন সজীব, সাধারণ সম্পাদক ইলিয়াস সুমন, সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শাহ শহীদ, ওমর ফারুক, সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আলমগীর হোসেন রিপন, হাবিবুল ইসলাম রিয়াদ, দৈনিক কালবেলার প্রতিনিধি মোতাহার হোসেন ইমরান, দৈনিক স্টার লাইনের প্রতিনিধি এস এন আবছার, ক্লাবের সহ-সভাপতি বাহার উল্লাহ বাহার, নুরুল আলম মহব্বত, যুগ্ম সম্পাদক আবদুর রহিম (দৈনিক যুগান্তর), কোষাধ্যক্ষ মোল্লা ইলিয়াছ, দপ্তর সম্পাদক আবদুর রহিম রুবেল, সদস্য ডা. শুকলাল দেবনাথ সারোয়ার হোসেন প্রমুখ।


অভিষেক অনুষ্ঠানে বিদায়ী কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা ও নতুন কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়া হয়।


সমাপনী বক্তব্যে নতুন কমিটির সভাপতি মেহরাব হোসেন মেহেদী দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।


বিবার্তা/মনির/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com