চুয়াডাঙ্গায় অসুস্থ গরুর মাংস বিক্রি, ৩ কসাইকে জরিমানা
প্রকাশ : ০১ জুলাই ২০২৪, ১৬:৩৮
চুয়াডাঙ্গায় অসুস্থ গরুর মাংস বিক্রি, ৩ কসাইকে জরিমানা
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চুয়াডাঙ্গায় অসুস্থ গারুর মাংস বিক্রির অভিযোগে তিন কসাইকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


১ জুলাই, সোমবার সকালে জেলা সদরের ডিঙ্গেদহ বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।


অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। এসময় প্রায় ২ মণ মাংস জব্দ করে জনসম্মুখে নষ্ট করা হয়।


অভিযান শেষে সজল আহমেদ বলেন, আজ সকালে একটি ফোন কলের মাধ্যমে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জানতে পারে ডিঙ্গেদহ বাজারে কিছু কসাই একটি অসুস্থ গরু বাইরে থেকে জবাই করে এনে মাংস বিক্রি করছেন।


এমন সংবাদের ভিত্তিতে বেলা সাড়ে ১১টার দিকে ডিঙ্গেদহ বাজারে অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থলে যাওয়া মাত্র ডালিম মিয়া নামে একজন কসাই দৌঁড়ে পালিয়ে যান। সাথে থাকা অপর দুজন কসাই খোকন মিয়া ও সুজন মিয়াকে মাংস বিক্রয়কালে পাওয়া যায়।


খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোস্তাফিজুর রহমান উপস্থিত হন। মাংস ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করেন যে, একটি অসুস্থ গাভী গরু নিজেরাই জবাই করে বিক্রির জন্য নিয়ে এসেছেন।


সেই সাথে আরও একটি বড় প্রতারণার বিষয় হচ্ছে যে, সকালে তারা একটি ভালো এড়ে গরু জবাই করে সেই মাংস সব বিক্রির পর ওই এড়ে গরুর মাথা ও জেন্ডার নির্দেশক অন্যান্য অংশগুলি এই অসুস্থ গাভী গরুর মাংশের সাথে রেখে উচ্চ মূল্যে এড়ে গরুর মাংশ বলে বিক্রি করছিলেন।


পরবর্তীতে বাজার কমিটির মাধ্যমে কসাই ডালিমকে হাজির করা হয়। অসুস্থ গাভী গরু জবাই করে মাংস বিক্রি ও এড়ে বলে অসুস্থ গাভীর মাংস বিক্রয়ের প্রতারণা হাতেনাতে প্রমাণিত হয়।


এ অপরাধে তাদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ও ৪৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।


সজল আহমেদ আরো বলন, পূর্বেও তারা এ ধরণের কার্যকলাপ করেছেন। মানুষের খাদ্যদ্রব্যের সাথে প্রতারণা মেনে নেয়ার মতো না। এজন্য তিন কসাইকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং বাজারের অন্য মাংস ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।


অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।


বিবার্তা/আসিম/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com