
সাভারের আশুলিয়ায় সেনা সদস্য পরিচয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে তারেক নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
১ জুলাই, সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
রবিবার (৩০ জুন) রাতে আশুলিয়ার ডেন্ডাবরের নতুনপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে আশুলিয়া থানা
পুলিশ।
পুলিশ জানায়, ডেন্ডাবর নতুনপাড়া এলাকায় একটি স্কুলের নবম শ্রেণির ওই শিক্ষার্থীকে সেনা সদস্য পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন তারেক নামের ওই যুবক। পরে ওই শিক্ষার্থী রাতে আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে।
এ পর্যন্ত ওই যুবক প্রতারণার মাধ্যমে পাঁচটি বিয়ে করেছেন বলে জানিয়েছেন পুলিশ। ধর্ষণের শিকার শিক্ষার্থীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
গ্রেফতার তারেক কুষ্টিয়ার কুমারখালীর থানার দূর্গাপুর গ্রামের আশরাফ আলীর ছেলে। ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে তার বাবা ও মাকে আসামি করে মামলা করেছে ভুক্তভোগী।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এফ এম সায়েদ জানান, আমরা তারেকের একাধিক বিয়ের কথা শুনেছি। সেনা সদস্য পরিচয় দিয়েই এই অপরাধ করে আসছিল তারেক। তাকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বিবার্তা/শরিফুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]