
বগুড়ার সান্তাহার-বোনারপাড়া রুটে একটি লোকাল ট্রেন লাইনচ্যুত হওয়ায় উত্তরাঞ্চলের পাঁচটি জেলার সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ থাকার আড়াই ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে।
বগুড়া রেলওয়ে স্টেশন মাস্টার সাজেদুর রহমান গণমাধ্যমকে জানান, রবিবার রাত ৯টার দিকে বগুড়ার গাবতলী রেলস্টেশনের কাছে সান্তাহার থেকে বোনারপাড়াগামী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। পরে রাত ১১টা ২০ মিনিটের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বগি লাইনচ্যুত হওয়ায় বগুড়া, গাইবান্ধা, রংপুর, পঞ্চগড় ও লালমনিরহাট থেকে ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ ছিল।
স্টেশন মাস্টার আরও বলেন, বগি উদ্ধারে একটি ট্রেন গাবতলী স্টেশনে যায়।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]