টাঙ্গাইলে ইসমাইল হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন
প্রকাশ : ৩০ জুন ২০২৪, ২২:৫৮
টাঙ্গাইলে ইসমাইল হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলের ধনবাড়ীতে ইসমাইল হোসেন (২৫) হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।


৩০ জুন, রবিবার দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মাহমুদুল হাসান এ আদেশ দেন।


দণ্ডিত ব্যক্তিরা হলেন- ধনবাড়ী উপজেলার নরিল্যা গ্রামের হযরত আলীর ছেলে শামসু (৫৩), মতিয়ার রহমানের ছেলে লুৎফর রহমান (৪১), সিতালু রবি দাসের ছেলে নরেশ রবি দাস (৩৯) এবং সবতপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে নজরুল (৩২)। তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস করে কারাদণ্ডের আদেশ দেন।


মামলার বাদি পক্ষের আইনজীবী মুহাম্মদ আব্দুল বাছেত জানান, ধনবাড়ী উপজেলার নরিল্যা গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে ইসমাইল হোসেন (২৫) বিগত ২০১৮ সালের ১৭ মে বাড়ি থেকে নরিল্যা হাটে কেনাকাটা করতে যায়। যাওয়ার পর দণ্ডিত ব্যক্তিরা তাকে ধরে নিয়ে যায়। তারা তাকে মারধর করে। পরে তাকে একটি ভ্যান গাড়িতে তুলে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে রওনা হয়। পথে ইসমাইলের মৃত্যু হয়। তারা ইসমাইলের মরদেহ নরিল্যা কলেজের পাশে একটি ডোবার মধ্যে ফেলে দেয়। দুইদিন পর স্থানীয় লোকজন ওই মরদেহ দেখতে পায়। পুলিশ মরদেহ উদ্ধারের পর ইসমাইলের স্বজনরা তাকে সনাক্ত করেন। ওই বছর ২০ মে নিহত ইসমাইলের বড় ভাই ইব্রাহিম বাদি হয়ে ধনবাড়ী থানায় মামলা দায়ের করেন।


মামলার রাষ্ট্র পক্ষের আইনজীবী অতিরিক্ত সরকারি কৌশুলি মনিরুল ইসলাম খান জানান, সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আজ রবিবার রায় ঘোষণা করেছেন। রায় ঘোষণার সময় দন্ডিত চারজনই আদালতে হাজির ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।


বিবার্তা/বাবু/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com