
নাটোরের সিংড়ায় তাজপুর ইউনিয়ন পরিষদের ১,২ ও ৩নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য (সংরক্ষিত) মনোয়ারা বেগম (৪৫) কে বেদম মারপিট এবং তার দুই পা থেতলে দিয়েছে প্রতিপক্ষরা।
৩০ জুন, রবিবার সকাল সাড়ে ৯টার সময় খরসতি আলমের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
এ সময় খেজেরের নেতৃত্বে ৮/১০ জন মোটরসাইকেল যোগে দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে। পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।
পরে মুমূর্ষু অবস্থায় প্রথমে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থার অবনতি ঘটলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পাঠানো হয়।
জানা গেছে, পূর্ব শত্রুতা নিয়ে গতকাল শনিবার খেজেরের সাথে মনোয়ারার কথা কাটাকাটি হয়। রবিবার সকালে বাসা থেকে বের হয়ে সারদানগর এলাকার দিকে যাওয়ার সময় সীমান্তবর্তী আত্রাই এলাকার খেজের আলীর নেতৃত্বে অতর্কিত হামলা করা হয়। এসময় দেশীয় অস্ত্রে মনোয়ারার দু পা, হাত সহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম করা হয়। পরে তার চিৎকারে লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।
সিংড়া থানার ওসি আবুল কালাম বিষয়টি নিশ্চিত করে জানান এখন পর্যন্ত এ ব্যাপারে কেউ মামলা করতে আসেনি।
বিবার্তা/রাজু/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]