ব্রাহ্মণবাড়িয়ায় ফুটপাত ভাড়া দিয়ে চাঁদাবাজি
প্রকাশ : ৩০ জুন ২০২৪, ১৭:১৩
ব্রাহ্মণবাড়িয়ায় ফুটপাত ভাড়া দিয়ে চাঁদাবাজি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা বিশ্বরোড মোড়ের পূর্ব পাশ ও দক্ষিণ পাশে কুমিল্লা সিলেট মহাসড়কের ফুটপাত দখল করে অর্ধশতাধিক ভাসমান দোকান ভাড়া দিয়ে স্থানীয় একটি প্রভাবশালী মহল প্রতি মাসে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন করছে বলে অভিযোগ উঠেছে।


৩০ জুন, রবিবার দুপুরে সরেজমিনে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের খাঁটিহাতা বিশ্বরোড মোড়ের পূর্ব পাশ ও দক্ষিণ পাশে দেখা যায়, কুমিল্লা সিলেট মহাসড়কের ফুটপাত দখল করে বিভিন্ন ফলের দোকান সাজিয়ে বসে রয়েছে এবং পথচারীরা মহাসড়কের উপর দিয়ে চলাচল করছে। এছাড়াও যানবাহন চলাচলের ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।


অনুসন্ধানে জানা যায়, পূর্ব পাশে কুমিল্লা সিলেট মহাসড়কের নিচের অংশ সড়ক ও জনপথ বিভাগের সওজের বিশাল জায়গা দখল করে স্থানীয় প্রভাবশালী একটি মহল এক যুগেরও অধিক সময় ধরে খাঁটিহাতা দুলালের মাধ্যমে চাঁদা আদায় করে আসছিল। কিন্তু দুলাল মারা যাওয়ার পরে বিল্লাল ও গাফফারসহ কয়েকজন ব্যক্তি প্রতিদিন অস্থায়ী ভাসমান দোকান থেকে ১০০ থেকে শুরু করে ৩০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করছে।


নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যবসায়ী বলেন, বিশ্বরোড মোড়ে যাতে যানজট না হয় সড়ক ও জনপথ বিভাগের কর্তৃপক্ষ জায়গাটি অনেক টাকা খরচ করে পাকা করে দিয়েছে সিএনজি চলাচলের জন্য। কিন্তু এখানকার স্থানীয় মার্কেট মালিকরা যার যার দোকানের সামনে ভাড়া দিয়ে রেখেছেন ব্যবসা হউক আর না হউক তাদেরকে দৈনিক ২০০-৩০০ টাকা চাঁদা দিতেই হবে। না হলে এখানে বসতে দিবে না।


এসব বিষয়ে দোকানদারের একাধিক অডিও বক্তব্য প্রতিনিধি হাতে আছে।


এ বিষয়ে গাফফার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায় নাই।


স্থানীয় এক মার্কেট মালিক রায়হান মিয়া বলেন, আপনাকে কে বলছে আমাকে ফোন দিতে, বুইজ্জা কথা বলবেন, আপনার মত কত সাংবাদিককে পিটিয়ে হাত পা ভেঙে ফেলেছি। যান আপনি কি করবেন করেন।


সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আশীষ কুমার স্যানাল বলেন, চাঁদা আদায় বিষয়ে এখনো কেউ আমাকে জানায় নাই। আমি বিষয়টি সম্পর্কে জানিও না। চাঁদা নেয়া কিন্তু অন্যায়। যদি কেউ এভাবে চাদাঁবাজি করে থাকে তাহলে তার বিরুদ্ধে মামলা হবে।


বিবার্তা/আকঞ্জি/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com