
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফ সাবরাং এর হাড়িয়াখালি এলাকায় অভিযান চালিয়ে ২.১১৭ কেজি ক্রিস্টাল মেথ আইস এবং একটি ধারালো কিরিচ উদ্ধার করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।
৩০ জুন, রবিবার টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজিবি জানান, শুক্রবার (২৯ জুন) রাত দশটার সময় সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-৪ হতে আনুমানিক ৮০০ গজ দক্ষিণ-পশ্চিম দিকে হাড়িয়াখালি এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে আসতে পারে এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করে। অভিযান টের পেয়ে আইসের ব্যাগ ফেলে কারবারিরা পালিয়ে যায়। এ সময় ব্যাগের ভেতর হতে ২.১১৭ কেজি ক্রিস্টাল মেথ আইস এবং একটি ধারালো কিরিচ উদ্ধার করতে সক্ষম হয়। চোরাকারবারিদের শনাক্ত করার জন্য ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]