
টাঙ্গাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
২৯ জুন, শনিবার বিকেলে টাঙ্গাইল স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো: শরফুদ্দীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মুহাম্মদ আলী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ, জেলা ক্রীড়া অফিসার আল আমিন সবুজ প্রমুখ।
টুর্নামেন্টে জেলার ১০টি কলেজ অংশ গ্রহণ করেন। উদ্বোধনী ম্যাচে লায়ন নজরুল ইসলাম কলেজ ২-১ গোলে সরকারি মওলানা মোহাম্মদ আলী কলেজকে পরাজিত করে।
বিবার্তা/ইমরুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]