রাজধানীতে ঝুম বৃষ্টি, ভোগান্তিতে অফিসগামীরা
প্রকাশ : ২৯ জুন ২০২৪, ১১:৩১
রাজধানীতে ঝুম বৃষ্টি, ভোগান্তিতে অফিসগামীরা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সকাল থেকেই ছিল মেঘের ঘনঘটা। এ যেন আষাঢ়ের আসল রূপ। আজ শনিবার (২৯ জুন) সকালে রাজধানী ঢাকায় শুরু হয় ঝুম বৃষ্টি। পুরান ঢাকা থেকে শুরু করে গুলিস্তান, পল্টন, মালিবাগ-রামপুরা, বাড্ডা, নতুন বাজার এলাকায় মুষলধারে বৃষ্টিতে হতে দেখা গেছে।


সাপ্তাহিক সরকারি ছুটির দিন হলেও বেসরকারি চাকরিজীবী কিংবা খেটে খাওয়া মানুষ যারা জীবিকার টানে ঘরের বাইরে বের হয়েছেন তারা পড়েছেন বৃষ্টির বিড়ম্বনায়।


বৃষ্টির গতি অনেক বেশি থাকায় অনেকেই যানবাহন কিংবা রিকশায় উঠতে না পেরে আশ্রয় নিয়েছেন রাস্তার পাশের ভবনের নিচে, কেউ আবার আশপাশের দোকানে আশ্রয় নিয়েছেন।


গুলিস্তান এলাকায় দেখা গেছে, বৃষ্টির হাত থেকে বাঁচতে গোলাপ শাহ মাজারের ছাদের নিচে, আবার হানিফ ফ্লাইওভারের নিচেও কেউ কেউ আশ্রয় নিয়েছেন। তবে বৃষ্টির শঙ্কায় যারা ছাতা নিয়ে বের হয়েছেন তারা কিছুটা স্বস্তিতে চলতে পারছেন।


মালিবাগ এলাকায় দেখা গেছে, বৃষ্টিতে আটকে পড়া মানুষ আবুল হোটেলের সামনের বড় ছাউনির নিচে দাঁড়িয়ে ভেজার হাত থেকে বাঁচার চেষ্টা করছেন। কেউ আবার পাশের ওভারব্রিজের নিচেও আশ্রয় খুঁজছেন।


এদিকে ঢাকায় আগেই ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল আবহাওয়া অধিদফতর। বৃহস্পতিবার রাতে সংস্থাটির পক্ষ থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের উপর মৌসুমী বায়ু সক্রিয় থাকায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও শুক্রবার (২৮ জুন) সকাল ১০টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।


ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার ও বান্দরবন জেলার পাহাড়ী এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com