
চাঁদপুরের হাজীগঞ্জে নিখোঁজের পর দুই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাড়ির পাশের পুকুরে মাছ ধরার জালে উঠে আসে মৃতদেহ।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় মর্মান্তিক এ ঘটনা ঘটেছে উপজেলার ৫ নম্বর সদর ইউনিয়নের সুহিলপুর হাওলাদার বাড়িতে। বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) গুপীনাথ।
মারা যাওয়া দুই শিশু হলো হাওলাদার বাড়ির শাহ পরাণের ছেলে ওমর ফারুক (৫) ও একই বাড়ির জুয়েলের ছেলে জিহাদ হোসেন মানিক (৬)।
শিশুদের পরিবার জানায়, বৃহস্পতিবার বিকাল থেকে তাদের খুঁজে পাওয়া যায়নি। সন্ধ্যায় বাড়ির পাশের পুকুরে মাছ ধরার জাল ফেললে সন্ধান মেলে। জালে উঠে আসে দুই শিশুর মৃতদেহ।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ইউছুফ প্রধানীয়া সুমন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্বজনদের সান্ত্বনা দিয়েছি।’
খবর পেয়ে ঘটনাস্থলে যান হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) গুপীনাথ। তিনি বলেন, ‘ওমর ফারুকের বাবা শাহ পরাণ দুই শিশুকে দোকান থেকে চিপস কিনে দিয়ে বাড়িতে পাঠায়। কিন্তু অবুঝ দুই শিশু বাড়ি পর্যন্ত যেতে পারেনি। পরে দুই শিশুর মৃতদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]