
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বাকশাডাঙ্গী গড়াই নদীর মাঝখানে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু তোলার সংবাদ প্রকাশের পর অভিযান চালিয়ে একজন ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
২৭ জুন, শুক্রবার বিকেলে নারুয়া বাকশাডাঙ্গী গড়াই নদী থেকে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের সময় এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এটি পরিচালনা করেন বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিবুল হাসান। গড়াই নদীতে পরিবেশের ক্ষতি করে অবৈধ উপায়ে বালু তোলায় ড্রেজার মালিক মো. আজমল বিশ্বাস নামের এক ব্যক্তিকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত।
পাশাপাশি বালু তোলায় ব্যবহার করা ড্রেজার মেশিন ও বাল্ক হেডের ব্যাটারি ডায়নামা, ২০ ফুট পাইপ জব্দ করে করে নিয়ে যাওয়া হয় এবং অর্থদণ্ড আদায় করা হয়।
এর আগে গত ২৬ জুন বৃহস্পতিবার বিবার্তা ২৪ ডট নেটে ‘বালিয়াকান্দি গড়াই নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে চলছে বালু উত্তোলন’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়।
বিবার্তা/মিঠুন/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]