নরসিংদীতে একদিনে সাপের কামড়ে আহত ৬
প্রকাশ : ২৮ জুন ২০২৪, ২০:৪০
নরসিংদীতে একদিনে সাপের কামড়ে আহত ৬
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদীতে সাপের কামড়ে ছয়জন আহতের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ জুন) বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত জেলার শিবপুর উপজেলার ৪ জন, মনোহরদী উপজেলার একজন ও সদর উপজেলার মাধবদী থানার একজন সাপের কামড়ে আহত হয়। এদের মধ্যে দুইজন নারী ও বাকিরা কিশোর ও যুবক।


আহতরা হলেন, শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়ের বাহ্মন্দী গ্রামের আব্দুল কাইয়ুমের স্ত্রী ফাহিমা (২৭), একই এলাকার হাসান মিয়ার ছেলে শাহপরান (১৮), ঘাসিরদিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে তৌহিদুল (২৩), তেলিয়া গ্রামের ফারুকের ছেলে রিফাত (১৭), মনোহরদী উপজেলার জয়নালের স্ত্রী খাদিজা (২৬) ও মাধবদীর নুরালাপুর ইউনিয়ের আলগী গ্রামের হাবিবুর এর ছেলে জোবায়ের (১৬)।


নরসিংদী সদর হাসপাতালে গিয়ে সাপের কামড়ে আহত ফাহিমাকে পাওয়া যায়। তিনি জানায়, সন্ধ্যার সময় নিজ ঘর থেকে নিজেদের মুরগির ফার্মে যাচ্ছিলেন। এসময় রাস্তার পাশের ঝোপ থেকে একটি সাপ কামড় দিয়ে চলে যায়। তখন তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসে। সাপটির গায়ের রং সবুজ ছিল বলেও তিনি জানান।


অন্যদিকে আহত জোবায়ের জানান, রাত ৮টায় বাড়ির পাশে দিয়ে মোবাইল টিপতে টিপতে রাস্তায় হাঁটছিলাম। এসময় রাস্তার পাশে থাকা ঝোপ থেকে একটি সাপ তার পায়ে কাপড় দেয়। পরে নরসিংদী সদর হাসপাতালে তাকে নিয়ে আসে। তবে সাপটি ঢোঁড়া সাপ বলে সে জানায়।


নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তহিদুল আলম জানান, আজকে সাপের কামড়ে আহত হয়ে ৬ জন চিকিৎসা নিয়েছে। আমরা প্রাথমিকভাবে তাদের চিকিৎসা দিয়ে অবজারবেশনে রেখেছি। যদি কোনো রকম সমস্যা তাদের শরীরে দেখা যায় তাহলে অ্যান্টিভেনম দেওয়া হবে। সাপের কামড় দেখে কি সাপ কাপড় দিয়েছে সেটা বলা যাচ্ছে না।


বিবার্তা/কামাল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com