
কক্সবাজার শহরের লাইট হাউজ পাড়ায় এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই গৃহবধূর নাম জয়নাব কাশেম জেসি।
২৮ জুন, শুক্রবার সকাল সাড়ে এগারোটার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
মৃত জেসি স্থানীয় মেহেদী হাসানের দ্বিতীয় স্ত্রী। এ ঘটনায় তার স্বামী মেহেদী হাসানকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
স্থানীয়দের সূত্রে জানা যায়, মৃত গৃহবধূ মেহেদী হাসানের দ্বিতীয় স্ত্রী। তার দুই স্ত্রী লাইট হাউজ পাড়ার ওই বাড়িতেই থাকেন। তবে তার আত্মহত্যার বিষয়টি এখনো বিস্তারিত জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে বোঝা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।
বিবার্তা/ফরহাদ/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]