
ভোলার বোরহানউদ্দিনে ৪টি গাঁজা গাছ ও ৫০ গ্রাম গাঁজাসহ মোসা. রেহেনা বেগম (৩০) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পলাতক রয়েছেন ওই নারীর স্বামী মো. নাহিদ (৩৫)।
২৮ জুন, শুক্রবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৬টার দিকে উপজেলার হাসান নগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মধ্যমধলী সাকিনের গুচ্ছ গ্রাম থেকে তাকে আটক করা হয়।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন ফকির এ তথ্য নিশ্চিত করে বলেন, গতকাল বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার হাসান নগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে অভিযান চালিয়ে মধ্যমধলী সাকিনের গুচ্ছগ্রাম থেকে ৪টি গাঁজা গাছ ও ৫০ গ্রাম গাঁজাসহ মোসা. রেহেনা বেগম নামের এক নারীকে আটক করা হয়েছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই নারীর স্বামী নাহিদ পালিয়ে যায়।
বিবার্তা/শাহীন/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]