বাজিতপুরে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে কিশোরের মৃত্যু
প্রকাশ : ২৮ জুন ২০২৪, ১৫:০৫
বাজিতপুরে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে কিশোরের মৃত্যু
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কিশোরগঞ্জের বাজিতপুরে মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে মো. ইয়াসিন হাসান (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই কিশোর।


২৮ জুন, শুক্রবার সকাল ৯টার দিকে বাজিতপুর-সরারচর সড়কের উপজেলার পৈলনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


মৃত মো. ইয়াসিন হাসান পাশ্ববর্তী গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের উত্তর খামের এলাকার আনোয়ার হোসেনের ছেলে।


এ ঘটনায় একই এলাকার আকবর আলি সিফাত (১৮) ও মাসুদ মিয়ার ছেলে সানজিদ (১৯) আহত হয়েছে।


বাজিতপুর থানার ওসি মোরশেদ জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৯টার দিকে বাজিতপুর-সরারচর সড়কের উপজেলার পৈলনপুর এলাকায় মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়। মোটরসাইকেলের অপর দুই আরোহী গুরুতর আহত হয়। আহত দুজনকে উদ্ধার করে উপজেলার ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com