
ভোলায় রাস্তার পাশের একটি বাগানে পলিথিনের ব্যাগে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। নবজাতক ওজন ৩ থেকে ৪ কেজি হবে।
বৃহস্পতিবার (২৭ জুন) ভোরে ভোলা পৌরসভা ৯নং ওয়ার্ডের চর জংলা এলাকার মারকাজুল নুরুল ইসলাম একাডেমি ও এতিমখানার সামনের সড়কের পাশে একটি বাগানের ভিতর থেকে পরিত্যক্ত অবস্থায় ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় লোকজন বলেন, গতকাল বৃহস্পতিবার গভীর রাতে কে বা কারা ওই নবজাতকের লাশ পলিথিনের ব্যাগে করে রাস্তার পাশে বাগানের ভিতর ফেলে যান। ভোরে পথচারী ও এতিমখানার শিশুরা নবজাতকের মরদেহটি দেখতে পেয়ে ৯৯৯ ফোন দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে নবজাতকের লাশ উদ্ধার করেন।
এ বিষয়ে সচেতন মহল মনে করেন এমন ঘটনা এই সমাজের জন্য জঘন্যতম নোংরামি। এদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার দাবি করেন তারা।
এ ঘটনায় ভোলা সদর মডেল থানার তদন্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে পলিথিন ব্যাগে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠিয়েছি।
বিবার্তা/শাহীন/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]