
শৈলকুপা থানা হামলা মামলায় ডিবি’র অভিযানে গ্রেফতার হয়েছেন কাজী রফিকুল আশরাফ ওরফে রাজিব।
২৭ জুন, বৃহস্পতিবার দুপুরে শৈলকুপা পৌর এলকার চৌরাস্তা মোড় রোড থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।
রাজিব শৈলকুপা পৌর আওয়ামীলীগের সভাপতি ও মেয়র কাজী আশরাফুল আজমের পুত্র।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম জানান, শৈলকুপা থানায় হামলার পরিকল্পনা ও নেতৃত্বদানকারীদের অন্যতম হিসাবে মামলার আসামী কাজী রফিকুল আশরাফ রাজিব কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
প্রসঙ্গত, গত ৯ জুন শৈলকুপা থানায় বে-পরোয়া হামলা, ভাংচুর ও আক্রমনের ঘটনা ঘটে। ক্ষমতাশীন দলের নামে একটি চক্র পরিকল্পিত ভাবে এমন হামলা চালায় বলে অভিযোগ ওঠে।
শৈলকুপা ও ঝিনাইদহ থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্কতার সাথে সেই ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা ও নিয়ন্ত্রণ করে। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য সহ অনেকে গুরুত্বর আহত হয়। থানা সহ পুলিশের উপর আক্রমনের এমন ঘটনায় দেশজুড়ে নানা প্রতিক্রিয়া দেখা দেয়। পুলিশ ১১৪ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৫শ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। পরে মামলাটি ডিবি পুলিশের উপর হস্তান্তর হয়।
বিবার্তা/রায়হান/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]