নারায়ণগঞ্জে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা
প্রকাশ : ২৭ জুন ২০২৪, ২১:০৯
নারায়ণগঞ্জে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বালু ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের ফতুল্লায় সুরুজ মিয়া (৬৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।


২৭ জুন, বৃহস্পতিবার সদর উপজেলার কাশীপুরের ভোলাইল গেদ্দারবাজার আলীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


নিহত সুরুজ মিয়া ফতুল্লার কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক এবং আলীপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি।


আহতরা হলেন- সুরুজ মিয়ার দুই ছেলে মো. জনি আহমেদ মুন্না (৩৫) ও রাজু আহমেদ (৪০)। অন্যজন অটোরিকশা চালক মো. রাসেল (৩২) ও শাকিল (৩০)।


নিহতের পরিবারের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে স্থানীয় সালাহউদ্দিন সালু ও আলাউদ্দিন হিরা তাদের লোকজন নিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।


নিহতের স্বজন (ভাগনে) নূর হোসেন বলেন, সুরুজ মিয়ার সঙ্গে অটোরিকশা ও ইট বালুর ব্যবসা নিয়ে সালাউদ্দিন সালু ও আলাউদ্দিন হিরার সঙ্গে বিরোধ ছিল।


সালু ও হিরা সম্প্রতি স্থানীয় একটি নির্মাণাধীন ভবনের মালিককে তাদের কাছ থেকে ইট বালু সিমেন্ট নেয়ার কথা জানায়। সেসময় ভবন মালিক সুরুজ মিয়াকে বিষয়টি জানালে তিনি তাদের দুজনকে শাসন করেন। একই সঙ্গে ভবনে সুরুজ মিয়া ইট বালু সিমেন্ট সরবরাহ করছেন বলে জানিয়ে দেন।


এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার (২৭ জুন) যোহরের নামাজ শেষে মসজিদ থেকে বের হলে সুরুজ মিয়ার ওপর আক্রমণ করে সালু ও হিরার লোকজন। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয় তাকে।


খবর পেয়ে সুরুজ মিয়ার দুই ছেলে ও স্থানীয়রা এগিয়ে এলে তাদেরও আহত করা হয়। গুরুতর অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুরুজ মিয়াকে মৃত ঘোষণা করেন।


এই বিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া বলেন, এলাকার ইট ও বালু ব্যবসা নিয়ে দ্বন্ধ ও আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে আগে থেকে বিরোধ চলছিল। আওয়ামী লীগ নেতাকে হত্যায় জড়িত সাল্লু স্থানীয় সন্ত্রাসী। তাকেসহ অন্যদের আটকের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হবে।


ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মাসুদ বলেন, নিহতের মাথা, হাতসহ শরীরের বেশ কয়েকটি স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। বাকিদের শরীরেও ধারালো অস্ত্রের জখম রয়েছে। বিষয়টি ফতুল্লা থানা পুলিশকে অবগত করেছি আমরা।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com